স্কিনের রঙে নয়, যত্নে আনুন পরিবর্তন

স্কিনের রঙে নয়, যত্নে আনুন পরিবর্তন

“নাইট ক্রিম নাকি ফর্সা হওয়ার ক্রিম? রাতে দরকার ত্বকের জন্য একটু খানি কেয়ার”।

সারাদিন আমরা যত যাই করি না কেন, আমাদের ত্বক কিন্তু সব দেখে। যেমন - রোদের চড়চড়ে রাগ, ধুলাবালির অপমান, মুড-অফের স্ট্রেস আর মেকআপের ভার। এখন প্রশ্ন হলো, এতকিছুর পরে রাতে ঘুমানোর সময় আপনি ত্বককে আরাম দেন তো? নাকি বেচারাকে কেমিক্যাল দিয়ে আরও ক্লান্ত করে দেন?

সত্যি বলতে, আমাদের ত্বক চায় না কোনো “হোয়াইটনিং ম্যাজিক”। শুধু চায় একটু স্নেহ-মমতা, একটু প্রাকৃতিক যত্ন, আর ঘুমের ফাঁকে ঠিকঠাক রিপেয়ার।

এখানেই আসে ‘Wellessia’-র নাইট ক্রিমের কথা, যেটা রাতের বেলা ত্বককে দেয় সাইলেন্ট থেরাপি। এই ক্রিম এ আছে, মানজিষ্ঠা, যা চুপচাপ ত্বকের টক্সিন দূর করে, যষ্টিমধু দাগের সঙ্গে লড়াই করে, নারকেল দুধ ত্বককে হাইড্রেট করে আর অলিভ অয়েল তো প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে সকলের কাছেই পরিচিত। এই ব্লগে আজকে জানবেন কেন দরকার নাইট ক্রিম তাও আবার Pure Glow Night Cream, যা আপনার ত্বকের জন্য হতে পারে রাতের বেলার ছোট্ট কিন্তু পাওয়ারফুল একটি গিফট। 

মানজিষ্ঠা এক্সট্র্যাক্ট: ত্বকের ডিটক্স হিরো  

বহুবছর ধরে, আয়ুর্বেদে মানজিষ্ঠা পরিচিত এক শক্তিশালী ডিটক্সিফায়ার হিসেবে। এতে থাকে পুরপুরিন ও বিভিন্ন প্রাকৃতিক অ্যালকালয়েড, যা ত্বকের ভেতরের জমে থাকা বিষাক্ত উপাদান দূর করে। এটি মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে। ফলে ত্বকে ধীরে ধীরে দাগ কমে যায় এবং আনইভেন স্কিন হয় আরও সমান ও উজ্জ্বল। আপনার ত্বকের সমস্যা যদি দাগ, হাইপারপিগমেন্টেশন, বা ক্লান্ত চেহারা হয়ে থাকে, তাহলে মানজিষ্ঠা হতে পারে এক কার্যকরী সল্যুশন। 

নারকেল দুধ এক্সট্র্যাক্ট: ত্বকের কোমলতার রহস্য

শুধু চুলে বা খাওয়ার হিসেবে নয়, নারকেল দুধ ত্বকের জন্যও দারুণ উপকারী। এতে থাকা প্রাকৃতিক ফ্যাটি অ্যাসিড ও তেল ত্বককে গভীরভাবে হাইড্রেট করে। এতে আছে ল্যারিক অ্যাসিড, যা ত্বককে দেয় সুদিং এফেক্ট, আরও রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য, যা ব্রণ বা র্যাশ দূর করতে সাহায্য করে। এছাড়াও, এর ভিটামিন C, E ও B-কমপ্লেক্স কোলাজেন তৈরিতে সাহায্য করে, হরমোনাল ব্রেকআউট কমাতে সহায়তা করে, এবং ত্বককে সুরক্ষিত রাখে। যাদের ত্বক শুষ্ক, রুক্ষ, বা সংবেদনশীল, তাদের জন্য নারকেল দুধ এক্সট্র্যাক্ট অত্যন্ত প্রয়োজনীয় উপাদান।

অলিভ অয়েল: ত্বকের ন্যাচারাল শিল্ড

অলিভ অয়েল শুধু রান্নার জন্যই নয়, ত্বকের যত্নেও এক অসাধারণ জিনিস। অলিভ অয়েল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে অনেকদিন ধরেই বিশ্বজুড়ে জনপ্রিয়। এতে আছে ওলেইক অ্যাসিড ও স্কুয়ালেন, যা ত্বককে গভীর থেকে করে তোলে নরম ও মসৃণ। এর ভিটামিন E ও পলিফেনলস উপাদান, ত্বককে রক্ষা করে প্রিম্যাচিউর এজিং এবং পলুশন থেকে। এটি ত্বকের ব্যারিয়ার মজবুত করে ত্বককে করে  সুরক্ষিত ও সজীব।

যষ্টিমধু (লিকোরিস) এক্সট্র্যাক্ট: দাগের যম

কোনো ত্বকই নিখুঁত হয় না। কখনো ব্রণের দাগ, কখনো রোদে পুড়ে যাওয়া ছাপ, কখনো হঠাৎ দেখা দিয়ে যাওয়া পিগমেন্টেশন। আর ঠিক সেই সময়েই দরকার যষ্টিমধুর - যা পারে ত্বককে রেসকিউ করতে এইসব দাগ থেকে। 

না, এটা কোনো জাদুর কাঠি না, তবে এর ভিতরে আছে এক গোপন শক্তি “গ্লাব্রিডিন”। এটা ত্বকের ভেতরের মেলানিন প্রোডাকশন কমিয়ে দাগগুলোকে আস্তে আস্তে হালকা করে। আর শুধু দাগ কমানোই না, লিকোরিস ত্বকের লালচে ভাব ও ব্রণ কমায়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, স্ট্রেস আর দূষণের হাত থেকে ত্বককে বাঁচিয়ে, একদম নরম হাতে ত্বককে করে ইভেন আর প্রাণবন্ত। যারা ফেয়ারনেস নয়, বরং ত্বকের স্বাভাবিক সৌন্দর্য ও স্বাস্থ্য ফেরাতে চায়, তাদের জন্য যষ্টিমধু প্রকৃতির এক অমায়িক দুর্দান্ত সমাধান।

Pure Glow Night Cream- এর উপাদানগুলোর কার্যকারিতা ফেয়ারনেস নয় কেয়ারনেস, মানে যত্ন। যা-ওভারঅল 

  • ত্বকের দাগ, কালচে ও ক্লান্তভাব ধীরে ধীরে হালকা করে 
  • ত্বককে গভীর থেকে হাইড্রেট করে
  •  প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করে কিন্তু ফর্সা করবে না
  •  ত্বকের শুষ্কতা, রুক্ষতা, ও সংবেদনশীলতা কমায়
  •  সারারাত ত্বক রিপেয়ার করে সকালে দেয় উজ্জ্বল ও কোমল অনুভূতি

ত্বকের যত্নে নতুন নতুন জিনিস নয়, বরং সঠিক জিনিসটাই দরকার। আমাদের Pure Glow Night Cream, রাতের জন্য তৈরি একটি ন্যাচারাল স্কিনকেয়ার সলিউশন, যা ত্বকের স্বাভাবিক সৌন্দর্যতা ফিরিয়ে আনে কোনো ক্ষতিকর কেমিক্যাল ছাড়াই। প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়ে ত্বককে দিন তার নিজস্ব সৌন্দর্য ফিরে পাওয়ার সুযোগ। ত্বককে ভালোবাসুন, রাতের পরিচর্যা হোক প্রকৃতির ছোঁয়ায়, Wellessia-র সাথে। 

 

Back to blog

Leave a comment

Please note, comments need to be approved before they are published.